প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জমিয়ত নেতা শাহীনুর পাশার দলীয় সব পদ স্থগিত 

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, জমিয়ত নেতা শাহীনুর পাশার দলীয় সব পদ স্থগিত 

অনলাইন ডেস্ক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ স্থগিত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের পাশাপাশি দলের অন্যান্য নেতাদের একই রকম কর্মকাণ্ডে প্ররোচিত করার অপরাধে শাহীনুর পাশার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ স্থগিত করা হয়েছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ৯টি ইসলামী দলের শীর্ষ নেতারা।

তাদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের শাহীনুর পাশা চৌধুরীও ছিলেন।  

তবে শাহীনুর পাশা চৌধুরী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, এটা তার ব্যক্তিগত সাক্ষাৎ ছিল, দলীয় নয়।  

শাহীনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য। গত নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন।

news24bd.tv/আইএএম