আটা-খেজুর দিয়েই বানিয়ে ফেলুন কেক, রইলো রেসিপি

সংগৃহীত ছবি

আটা-খেজুর দিয়েই বানিয়ে ফেলুন কেক, রইলো রেসিপি

অনলাইন ডেস্ক

বাজারের চড়া মিষ্টির কেক তাই কিনে খেতে চান না অনেকে। সে ক্ষেত্রে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর কেক, যা ডায়াবেটিকরাও খেতে পারেন। তবে চিনি নয়, খেজুর আরও আটা দিয়েই বানিয়ে ফেলতে পারেন ডেট জ্যাগারি হোলউইট কেক।  

উপকরণ:

আটা: ২০০ গ্রাম

ডিম: ৩টি

মাখন: ১০০ গ্রাম

গুড়ের পাউডার: ১০০ গ্রাম

খেজুর: ১ কাপ

বেকিং পাউডার: হাফ চা চামচ

ভ্যানিলা এসেন্স: ১ টেবিল চামচ

আমন্ড কুচি: ২ টেবিল চামচ

কিশমিশ: ২ টেবিল চামচ

প্রণালী:

দুই থেকে তিন ঘণ্টা খেজুর ভিজিয়ে রেখে মিক্সিতে বেটে নিন।

এবার ডিম ও মাখন একসঙ্গে ভাল করে ফেটিয়ে নিন। গুড় দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। এবার মিশিয়ে আটা, বেকিং পাউডার, খেজুর বাটা হালকা হাতে মিশিয়ে নিন। তারপর কেকের মিশ্রণে সব ড্রাই ফ্রুটস ভাল করে মিশিয়ে নিন।
ওভেনটি প্রিহিট করে রাখুন আগে থেকেই। এবার মিশ্রণটি বেকিং ট্রেতে ঢেলে ১৬০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪৫ থেকে ৫০ মিনিট বেক করুন। কেক ঠান্ডা হলে স্লাইস করে কেটে পরিবেশন করুন।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক