নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস 

সংগৃহীত ছবি

নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস 

নেত্রকোনা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৩।  দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে  সূর্যোদয়ের সাথে সাথে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ ৩১ (একত্রিশ) বার  তোপধ্বনি, পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদের নেতৃত্বে ও পুলিশ প্রশাসন  শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।  

পাশাপাশি আওয়ামী লীগ ও বিএন পি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

পরে নেত্রকোনা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠান, শিশু-কিশোর  সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক  প্রতিষ্ঠানের অংশ গ্রহণে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

news24bd.tv/কেআই