ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুরে

ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুরে

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ট্রেনটি নেওয়া হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে।

 

আগুনের ঘটনায় এক বগি থেকে মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার পর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩২) ও তার ৩ বছরের ছেলে ইয়াছিন।

বাকি দুজন পুরুষ। তাদের পরিচয় জানা যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গণমাধ্যমকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোণা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে চলা শুরু করতেই আগুন লাগে। ভোর ৫টা ৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে ৫টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সবাই রেলের যাত্রী ছিলেন বলেও জানান তিনি।  

আগুন লাগার কারণ এখনো পর্যন্ত  জানা যায়নি। তবে রেলের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পরপরই চলন্ত ওই ট্রেনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

news24bd.tv/TR