নির্বাচন পর্যবেক্ষণে আসছে চীন-রাশিয়াসহ ৯ দেশ

সংগৃহীত ছবি

নির্বাচন পর্যবেক্ষণে আসছে চীন-রাশিয়াসহ ৯ দেশ

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ৯টি দেশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে সাবরিন বলেন,  নির্বাচন পর্যবেক্ষণে আসা নিশ্চিত করা ৯টি দেশ হলো— ভারত, শ্রীলঙ্কা, চীন, রাশিয়া, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন ।

এছাড়া ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্টও নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে জানান তিনি।

নির্বাচন পর্যবেক্ষণে বর্তমানে চার সদস্যের ইইউ বিশেষজ্ঞ প্যানেল ঢাকায় রয়েছে। ইইউ প্রতিনিধিদলের ২৪ জানুয়ারি দেশ ত্যাগের কথা রয়েছে।
news24bd.tv/আইএএম