সেন্ট মার্টিনে দর্শনার্থী যাতায়াত সাময়িক বন্ধ

নির্বাচন উপলক্ষে সেন্ট মার্টিনে সকল নৌ চলাচল বন্ধ

সেন্ট মার্টিনে দর্শনার্থী যাতায়াত সাময়িক বন্ধ

অনলাইন ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৭ জানুয়ারি সারাদেশে ভোটগ্রহণ চলবে। সেজন্য সেন্ট মার্টিন দ্বীপে তিনদিনের জন্য জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্বাচনের আগের দিন ৬ তারিখ থেকে নির্বাচনের দিন ৭ তারিখ এবং নির্বাচন পরবর্তী ৮ তারিখ পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ এবং সবধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শাহিন ইমরান শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এ সময় দ্বীপটিতে কোনো বহিরাগত লোকজনও থাকতে পারবেনা বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএ টেকনাফের ট্রাফিক সুপারভাইজার মো জহির উদ্দিন ভূঁইয়া জানান, বর্তমানে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আটটি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে যা নির্বাচনের কথা মাথায় রেখে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 news24bd.tv/SC