'মাশরাফিএকটা ম্যাচ খেলতে পারবে না'

ফাইল ছবি

'মাশরাফিএকটা ম্যাচ খেলতে পারবে না'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মাঠে আসছেন দেশের তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন মাশরাফি। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের একটি ম্যাচ মাশরাফি হয়তো খেলতে পারবেন না।  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের প্রথম টেস্ট চলছে।

এরপর আগামী ৯ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। জাতীয় নির্বাচনে অংশ নেয়ায় মাশরাফির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমার সঙ্গে মাশরাফির কথা হয়েছে।

সে বলেছে খেলবে। তার কাছে এখনও ক্রিকেটই আগে। হয়তো একটা ম্যাচ সে খেলতে পারবে না।

৯ ডিসেম্বর ঢাকায় প্রথম ওয়ানডে। এরপর ১১ ডিসেম্বর ঢাকায় এবং ১৪ ডিসেম্বর সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর