রাজবাড়ীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩ থেকে ৪শ টাকা

সংগৃহীত ছবি

রাজবাড়ীতে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ৩ থেকে ৪শ টাকা

রাজবাড়ী প্রতিনিধি:

একদিনের ব্যবধানে রাজবাড়ীর পাইকারী বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম বেড়েছে মন প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা। তবে খুচরা বাজারে এখনও পেয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯৫ থেকে ১০০ টাকা দরে।

রাজবাড়ী জেলার সব থেকে বড় পেয়াজের হাট নারুয়াতে আজ প্রতি মন ৩২০০ টাকা করে বিক্রি হচ্ছে। যা চলতি সপ্তাহে শুরুতে (সোমবার) এই বাজারে দাম ছিল ৩২০০ থেকে ৩৩০০ টাকা মন।

তবে গত কাল (বৃহস্পতিবার) জেলার অন্য বাজার গুলোতে মন প্রতি দাম ছিল ২৮০০ থেকে ২৯০০ টাকা।

সরেজমিনে সকালে এই বাজারে গিয়ে দেখা যায়, কাক ডাকা ভোর থেকে কৃষক তার উৎপাদিত পেঁয়াজ বাজারে নিয়ে আসছে। সকাল ৭.৪০ মিনিট থেকে পাইকারী ব্যবসায়ীরা পেঁয়াজ কিনতে শুরু করে। প্রথম দিকে ৩০০০ হাজার টাকা দরে পেয়াজ কিনলেও মাত্র ৩০ মিনিট ব্যবধানে তা বেড়ে দাঁড়ায় ৩২০০ টাকা।

তবে এর থেকেও বাড়ার সম্ভাবনা রয়েছে।  

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক