খুলনার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল 

ফাহিম আশরাফের ঝোড়ো ক্যামিওতে লড়াকু পুঁজি পেয়েছে খুলনা - বিসিবি

খুলনার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বরিশাল 

অনলাইন ডেস্ক

চলতি বিপিএলে এখনো কোনো ম্যাচ হারেনি খুলনা টাইগার্স। আসরে নিজেদের পঞ্চম ম্যাচেও লড়াকু সংগ্রহ পেয়েছে দলটি। ফরচুর বরিশালের বিপক্ষে আগে ব্যাট করে ১৫৫ রানের সংগ্রহ পেয়েছে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বরিশালের সংগ্রহ ১১ রান।

কোনো রান না করেই সাজঘরে ফিরে গেছেন আহমেদ শেহজাদ।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে খুলনা। পারভেজ হোসেন ইমনের ৩৩, মোহাম্মদ নেওয়াজের অপরাজিত ৩৮ আর ফাহিম আশরাফের ৩২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি পায় খুলনা।

তৃতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারানো খুলনা নিয়মিত বিরতিতে হারিয়েছে উইকেট।

একটা পর্যায়ে ৮৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে দলটি। তবে দুই পাকিস্তানি নেওয়াজ ও ফাহিমের কল্যাণে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পায় দলটি। নেওয়াজ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২৩ বলে ৩৮ রান নিয়ে। ইনিংসের শেষ বলে বিদায় নেওয়ার আগে ১৩ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন ফাহিম। এ দুই পাকিস্তানি অষ্টম উইকেটে যোগ করেন ৬৭ রান।

১০০ রানের আগেই খুলনাকে বেধে ফেলার কাজটি ভালোভাবেই করেছিলেন বরিশালের বোলাররা। তাইজুল ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন ২ উইকেট। ২ উইকেট নিতে শোয়েব মালিক খরচ করেছেন ২৪ রান। একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ইমরান ও আকিফ জাবেদ। তবে খরুচে ছিলেন দুজনেই।

news24bd.tv/SHS