সিলেটকে বড় লক্ষ্য ছুঁড়ে দিলো রংপুর 

সিলেটকে বড় লক্ষ্য ছুঁড়ে দিলো রংপুর 

অনলাইন ডেস্ক

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর রাইডার্স। আগে ব্যাট করে বাবর আজমের ৪৭ এবং নুরুল হাসান সোহানের ৪৬ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় রংপুর।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে রংপুর। দ্বিতীয় ওভারে ব্র্যান্ডন কিংকে হারালেও দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন বাবর আজম ও ফজলে মাহমুদ।

আরও পড়ুন: টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট 

বাবর দ্রুত রান তুলে রানের চাকা সচল রাখলেও, অপরপ্রান্তে ফজলে খেলছিলেন ধীরলয়ে। তিনি হাত খুলতে গিয়েই দেন নিজের উইকেট। ভাঙে ৫১ রানের জুটি। ফজলে ফেরার পরের বলেই বিদায় নেন সাকিব আল হাসান।

হ্যারি টেক্টর দুই বলে তুলে নেন এ দুই ব্যাটারের উইকেট।

দুই বলে দুই উইকেট হারানো রংপুর এরপর এগোতে থাকে বাবর-সোহানের ব্যাটে। তবে ফিফটি মিসের আক্ষেপে পুড়েছেন দুজনেই। ৪৭ রান করে বাবর ফিরেছেন সামিত প্যাটেলের দ্বিতীয় শিকার হয়ে। এরপর রেজাউর রহমান রাজা সোহানকে ফেরান ব্যক্তিগত ৪৬ রানে।

আরও পড়ুন: টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা, দেখে নিন দুই দলের একাদশ

এর মাঝে ১৪ বলে ২২ রান করা আজমতুল্লাহ ওমরজাইকে ফেরার আরিফুল হক। ইনিংসের শেষ বলে রিচার্ড এনগারাভার বলে ৭ রান করে ফেরেন মোহাম্মদ নবী। আর ৬ বলে ১০ রান করে অপরাজিত থাকেন শামীম হোসেন।

news24bd.tv/SHS