টানা ২০ বছর ধরে হেরে চলছে দলটি!

টানা ২০ বছর ধরে হেরে চলছে দলটি!

টানা ২০ বছর ধরে হেরে চলছে দলটি!

ফিফা প্রীতি ম্যাচে বুধবার (২০ মার্চ) সেন্ট কিটস এন্ড নেভিসের মুখোমুখি হয়েছিল সান মারিনো। এ ম্যাচ দিয়ে প্রায় ২০ বছর পর জয় পাওয়ার দ্বারপ্রান্তে ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত দলটি হেরে যায় ৩-১ গোলে।

সান মারিনো নিজেদের ইতিহাসে একমাত্র জয়টি পেয়েছিল ২০০৪ সালে, লিচেস্টেইনের বিপক্ষে।

এরপর টানা ২০ বছর ধরে হেরে চলছে তারা। সবশেষ হারটি এসেছে সেন্ট কিটস এন্ড নেভিসের বিপক্ষে। এটা তাদের টানা ১৩৮তম হার।

ঘরের মাঠে সেন্ট কিটস এন্ড নেভিসের মুখোমুখি হয়েছিল সান মারিনো।

ম্যাচের ২১ মিনিটে ফিলিপো বেরার্দির পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। সবাই ভেবেছিল, তারা বোধহয় এবার হারের লম্বা ধারায় ছেদ ঘটাতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত আর নার্ভ ধরে রাখতে পারল না দলটি। ৩১ মিনিটে প্রথম গোল হজমের পর আরও দুবার গোল খায় তারা।

সান মারিনো এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবার তলানিতে। ৭৪১.৬১ রেটিং পয়েন্ট নিয়ে তারা আছে ২১০ নম্বরে।

news24bd.tv/aa