জাবির অমর্ত্য-অনিন্দ্যকে পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেয়ার নির্দেশ

সংগৃহীত ছবি

জাবির অমর্ত্য-অনিন্দ্যকে পরীক্ষায় অংশগ্রহণে সুযোগ দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ধর্ষণ বিরোধী দেয়ালচিত্র আঁকার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে তাদের বহিষ্কার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর বেঞ্চ এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ আদেশ দেন।

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি মুছে ব্যঙ্গচিত্র অঙ্কনের অভিযোগে ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে বহিষ্কার করে‌ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আপাতত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিলেও তাদের বহিষ্কার আদেশ স্থগিতের বিষয়ে কোনো আদেশ দেয়নি আদালত, ২২শে এপ্রিল পরবর্তী আদেশ হওয়ার কথা রয়েছে।

news24bd.tv/FA