চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, নদী গর্ভে ১৫ বসতঘর

ছবি সংগৃহীত

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ভাঙন, নদী গর্ভে ১৫ বসতঘর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চাঁদপুর শহর রক্ষা বাঁধে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে শহরের পুরাণ বাজার হরিসভা এলাকায় ২শ’ মিটার ব্লক ধসে গেছে।  

আজ রোববার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ওই এলাকার সেমিপাকা ও টিনের ১৫টি বসতঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে হরিসভা এলাকার ৪টি মন্দির ও চলাচলের সড়ক।

হুমকির মুখে থাকা বহু বসতঘর ভেঙে সরিয়ে নেয়া হচ্ছে। ওই এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এর আগে শনিবার ৩ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ভাঙন শুরু হয়। রাতেই পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থলে বালি ভর্তি ৫শ’ জিও টেক্সটাইল ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করে।

 

ভাঙনের শিকার পরিবার গুলো হচ্ছে-হরিসভা এলাকার গুপিনাথ সাহা, আদিনাথ সাহা, সম্ভুনাথ দে, সুশান্ত দে, মানিক সাহা, সঞ্জয় চক্রবর্তী, বিমল দে, দ্বীপক দে, ধ্রুবরাজ সাহা, সুনীল দে, শ্যামল দে, ওয়াদে আলী শেখ, অঞ্জু শেখ, আমজাদ আলী মুন্সি ও কার্তিক সাহা।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)
 

সম্পর্কিত খবর