পাক-ভারত সাংস্কৃতিক বিনিময়ে নিষেধাজ্ঞা

পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচার-সংক্রান্ত বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান

পাক-ভারত সাংস্কৃতিক বিনিময়ে নিষেধাজ্ঞা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কাশ্মীর নিয়ে ইতিমধ্যে আকাশপথের তিন রুট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এবার ভারতের সঙ্গে সব ধরনের সাংস্কৃতিক বিনিময় নিষিদ্ধ ঘোষণা করল দেশটি।

দুই দেশের বিনোদন শিল্পের মধ্যে যেসব যৌথ কার্যক্রম আছে তা এই নিষেধাজ্ঞার আওতায় আসবে বলে জানিয়েছে দ্য ডন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চালু করেছে ‘সে নো টু ইন্ডিয়া’ স্লোগান।

অর্থাৎ ভারতকে না বলুন। নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সব সাংস্কৃতিক বিনিময়ের, যার মধ্যে দুই দেশের বিনোদন শিল্পের মধ্যে যেসব যৌথ কার্যক্রম আছে তাও এর আওতায় আসবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর তথ্য ও প্রচার-সংক্রান্ত বিশেষ সহকারী ফেরদৌস আশিক আওয়ান বলেন, ‘সব ধরনের ভারতীয় কন্টেন্ট এখানে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কড়া নজরদারি রাখার জন্য পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া ভারতীয় ডিটিএইচ (ডিরেক্ট-টু-হোম) সামগ্রী পাকিস্তানে বিক্রি হলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর