চার দিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

চার দিন পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি

নাব্য সংকটের কারণে চার দিন বন্ধ থাকার পর শুক্রবার ১২টার দিকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে দু’পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক গাড়ি। গত মঙ্গলবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য নৌরুট বন্ধের ঘোষনা দিয়েছিল কর্তৃপক্ষ।

জানা গেছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পরেছে।

গত রোববার হতে দিনে কয়েকটি ফেরি চললেও রাতে পুরোপুরি বন্ধ ছিল চলাচল। ১৫ অক্টোবর থেকে পানি কমে গিয়ে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এতে দূর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা। তবে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

সকালে শিমুলিয়া ঘাট থেকে ফেরি কুমিল্লা, ফরিদপুর, কস্তুরি ছেড়ে আসে। অপরদিকে কাঠালবাড়ী ঘাট থেকে শাহ পরান, বীরশ্রেষ্ট জাহাঙ্গীর ফেরি ছেড়ে যায়। লৌহজং চ্যানেলে বালু অপসারণ করার ফলে আজ ফেরি চলাচল শুরু হয়।
 
বিআইডব্লিউটিসি'র ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, 'নাব্য সংকট কিছুটা কাটিয়ে ওঠায় আজ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। আশা করা যায় আগামীকাল থেকে পুরোপুরি স্বাভাবিক হবে। '

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল