‌ভারত যাই বলুক কাশ্মীর ইস্যুতে ছাড় নয়: মাহাথির

‌ভারত যাই বলুক কাশ্মীর ইস্যুতে ছাড় নয়: মাহাথির

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে মালয়েশিয়া প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দেওয়া বক্তব্যকে ভালোভাবে নেয়নি ভারত।

মাহাথিরের ওই বক্তব্যের তীব্র সমালোচনার পর মালয়েশিয়া থেকে পাম তেল আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

সূত্র জানায়, এখন মালয়েশিয়ার পরিবর্তে ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ থেকে পাম তেল আমদানি করবে ভারত।

তবে ভারতের এ ঘোষণাকে থোড়াই কেয়ার করছে না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি সাফ জানিয়েছেন, ভারত তাদের পণ্য বয়কট করলেও কাশ্মীর প্রশ্নে করা মন্তব্য থেকে তিনি পিছু হঠবেন না।

কারণ তিনি যা বলেছেন, তা 'মন থেকেই' বলেছেন।

গত মাসেই নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জম্মু ও কাশ্মীরে ভারতকে 'আক্রমণকারী ও দখলকারী' শক্তি হিসেবে বর্ণনা করেছিলেন।

এছাড়াও ড. মাহাথির পাকিস্তান ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে বিবিসির মতো একটি ইসলামপন্থী চ্যানেল গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

সেটাকেও ভারত ভালোভাবে নেয়নি।

ফলে ইতিমধ্যেই ভারতে মালয়েশিয়ার পণ্য বর্জন করার ডাক উঠতে শুরু করেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)