রোহিতকে ফেরালেন আবু জায়েদ

রোহিতকে ফেরালেন আবু জায়েদ

অনলাইন ডেস্ক

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। ইন্দোরের হলকার স্টেডিয়ামে এদিন টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন সফরকারীদের নতুন অধিনায়ক মুমিনুল হক।

যদিও মাত্র দেড়শ রানেই অল আউট হতে হয় রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ফিরে আবু জায়েদ রাহীর বলে ফিরে গেছেন রোহিত শর্মা।

অষ্টম ওভারের দ্বিতীয় বলে উইকেট রক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন রোহিত। মাঠ ছাড়ার আগে ১৪ বল খেলে ৬ রান করেন রোহিত।

এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। অধিনায়ক মুমিনুল হক ৩৭ রান করেন।

এছাড়া কেউই উল্লেখ যোগ্য রান করতে সক্ষম হননি।

মোহাম্মদ শামি তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট তুলে নেন রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ জাদব।  

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ জাদব, মোহাম্মদ শামি।

বাংলাদেশ একাদশ :  সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল

এই রকম আরও টপিক