শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূসহ চার জনের ফাঁসি

প্রতীকী ছবি

শাশুড়িকে হত্যা মামলায় পুত্রবধূসহ চার জনের ফাঁসি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ চারজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনূর এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, পুত্রবধূ শারমিন আক্তার, জামাল, নাজিম ও জসিম। দণ্ডপ্রাপ্তরা প্রত্যেকেই জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ জুলাই রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামে পুত্রবধূ শারমিন আক্তারকে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

পরদিন পুত্রবধূ শারমিন আক্তার এবং তার পরকীয়া প্রেমিক জামাল, সহযোগী নাজিম ও জসিমকে আসামি করে লক্ষ্মীপুর সদর থানায় মামলা দায়ের করেন নিহতের দেবর খোরশেদ আলম। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন (পিপি)  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল