চালের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি গঠন

চালের বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কমিটি গঠন

অনলাইন ডেস্ক

রাজধানীতে চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনটি মনিটরিং কমিটি গঠন ও একটি কন্ট্রোল রুম খুলেছে খাদ্য মন্ত্রণালয়।

আজ রোববার মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা সুমন মেহেদী বলেন, চালের বাজার মূল্যে ঊর্ধ্বগতি হওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য মন্ত্রণালয় চাল ব্যবসায়ী ও মিল মালিকদের সঙ্গে বৈঠকসহ তড়িৎ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এজন্য বাজার স্থিতিশীল হয়ে এসেছে।

তিনি বলেন, এটা যাতে অব্যাহত থাকে এ জন্য তিনটি মনিটরিং কমিটি গঠন এবং একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সাধারণ মানুষ তাদের অভিযোগ কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্যশস্যের বাজার মূল্যের ঊর্ধগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ বিষয়ে সার্বিক তথ্য প্রদান এবং যে কোনও প্রকার মতামত বা অভিযোগ থাকলে তা কন্ট্রোল রুমের ফোন (০২৯৫৪০০২৭) এবং মোবাইল (০১৬৪২৯৬৭৭২৭) নম্বরে অবহিত করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বাজারদর মনিটরিং কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরের বড় বড় পাইকারি বাজার সরেজমিনে তদারকি করে বাজারদর সংগ্রহ করে তা খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরে দাখিলের জন্য এ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল