লেবাননে বাংলাদেশি নারীর হাত-পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্ত

লেবাননে বাংলাদেশি নারীর হাত-পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্ত

অনলাইন ডেস্ক

লেবাননে হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় বাংলাদেশি এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর নাম মিনু বেগম (পায়েল)। তার দেশে বাড়ি ঢাকার আশুলিয়া থানায়।

লেবাননের পুলিশ জানায়, নিহত পায়েলের একটি হাত ও একটি পা বিছিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় রাজধানী বৈরুতের আসরাফিয়ে এলাকায় একটি বাসা থেকে পায়েলের মরদেহ পাওয়া
যায়।

প্রবাসী বাংলাদেশিরা জানান, জামসেদ মিয়া ওরফে ফারুক নামের এক বাংলাদেশির সঙ্গে পায়েল

live together বসবাসরত ছিল। প্রায় তিন মাস আগে অন্যত্র থেকে এসে আসরাফিয়ে এলাকায় বাসাভাড়া করে থাকত তারা।

গত তিনদিন যাবত তাদের বাসায় তালাবদ্ধ দেখা যায় এবং পাশে থাকা বাংলাদেশিদের সন্দেহ হয় এবং দুর্গন্ধ পেয়ে বাসার মালিককে জানায়।

পরে বাসার মালিক ২/৪ বাংলাদেশি সঙ্গে নিয়ে তালা ভেঙে বিছানার নিচে দেখতে পায় পলিথিন মোড়ানো মরদেহ।

স্থানীয় পুলিশকে খবর দিলে ময়নাতদন্তের জন্য পায়েলের মরদেহ তাদের হেফাজতে নিয়ে যায়।

বাসায় এবং আশপাশে খুঁজেও পায়েলের বিছিন্ন হাত ও পা পাননি পুলিশ। ঘাতক হাত-পা কেটে নিয়ে গেছে এমনটাই ধারণা হচ্ছে।

বর্তমানে পায়েলের live togethe সঙ্গী কুমিল্লা জেলার সুরুজনগর গ্রামের ফারুক পলাতক রয়েছেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)