মুশফিকের পর মুস্তাফিজও!

মুশফিকের পর মুস্তাফিজও!

অনলাইন ডেস্ক

মুশফিকের সিদ্ধন্তই ঠিক ছিল। আইপিএলের আগের আসরগুলোর নিলামের আগে নিবন্ধন করেও দল না পাওয়ায় এবার নিবন্ধন করতে চাননি মুশফিক। ফ্রাঞ্চাইজিদের অনুরোধে নিবন্ধন করেন। কিন্তু নিলামে মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্রাঞ্চাইজি।

শুধু মুশিই নন জায়গা পাননি কাটার মাস্টার মুস্তফিজও।

আজ বৃহস্পতিবার কলকাতায় চলমান নিলামে অবিক্রিত থেকে গেছেন একসময়ের 'আইপিএল বিস্ময়' মুস্তাফিজ।

নিলামে তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। কিন্তু কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি।

অনেকদিন ধরেই ছন্দে নেই 'দ্য ফিজ'। জাতীয় দলের হয়েও সাইড বেঞ্চে থাকতে হয়। দেশেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এমনকী বিপিএলেও তাকে সব ম্যাচ খেলানো হবে কিনা তা নিয়ে সন্দেহ করছেন অনেকেই।

আইপিএল নিলামে নিবন্ধন করা ৯ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে আগেই বাদ পড়েছেন ৪ জন।

বাদ পড়াদের মধ্যে রয়েছেন দেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেস বোলার তাসকিন আহমেদ।

আইপিএলের আসন্ন আসরের নিলামে সবমিলে নিবন্ধন করা বাংলাদেশের ৯ জন ক্রিকেটারের মধ্যে চূড়ান্ত তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর