ভয়ানক ঠাণ্ডায় দিল্লিতে রেডঅ্যালার্ট জারি

ভয়ানক ঠাণ্ডায় দিল্লিতে রেডঅ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক

ভারতের নয়াদিল্লি তীব্র শীতে দিশেহারা। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২.৪ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির মানুষ প্রায় ১১৮ বছর পর এমন হাড়কাঁপানো শীতের কবলে পড়ল। প্রায় দুই সপ্তাহ ধরে তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে বিমান ও রেল পরিষেবা প্রচন্ডভাবে বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়, শীতের তীব্রতা আরও বাড়তে পারে। যার কারণে তীব্র শীতের কারণে রাজধানী দিল্লিতে জারি হয়েছে রেডঅ্যালার্ট।

এতে তীব্র শীত থেকে রেহাই পেতে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান, উত্তরপ্রদেশসহ হাড়কাঁপানো শীত পড়েছে হিমাচল প্রদেশেও।

এ ছাড়া মানালি, সুন্দরনগরসহ কয়েকটি জায়গায় তাপমাত্রা শূন্যেরও নিচে নেমে গিয়েছিল।

্ভারতে এর আগে ১৯৩০ সালের ২৭ ডিসেম্বর তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল। দিল্লিতে এখন পর্যন্ত সেটিই সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর ও ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা এ বছরের সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও নিচে নেমেছিল। তখন তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এর আগে ১৯০১ সালে এমন হাড়কাঁপানো শীত পড়েছিল দিল্লিসহ সারা ভারতে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ