সুবর্ণচরে বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ: অভিযুক্তের জামিন নামঞ্জুর

সুবর্ণচরে বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ: অভিযুক্তের জামিন নামঞ্জুর

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে বিচারপ্রার্থী নারীকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগের মামলায় চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার সকালে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক জেলা জজ মোহাম্মদ সামস্‌উদ্দীন খালেদ জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী কোর্ট পুলিশ পরিদর্শক মো. নাজমুল হক ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেন ।

তিনি বলেন, আজ সকালে মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

আবেদনের শুনানি শেষে আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ অক্টোবর রাতে ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে তাঁর কার্যালয়ে যান এক নারী।

পরদিন ওই নারীকে রাতভর আটকে রেখে ধর্ষণ ও মারধরের অভিযোগ এনে চরজব্বর থানায় মামলা করা হয়।

ওই মামলা প্রথমে তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কিন্তু আদালত ওই প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে আবার তদন্তের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। দ্বিতীয়বার তদন্তের পর মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ২৪ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২। এরপর তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর