মাদারীপুরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

মাদারীপুরে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের বিভিন্নস্থানে মঙ্গলবার সকালে বৃষ্টির সাথে প্রচুর পরিমাণে শিলা পরতে শুরু করে। এতে ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, খোয়াজপুর ও শিবচর উপজেলার দত্তপাড়া, শিরুয়াইল, সন্যাসীরচর, শিবচর সদর, বহেরাতলাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সাথে শিলা পরতে থাকে। কোথাও কোথাও বাড়ির উঠান, রাস্তা আবার ফসলের ক্ষেত শিলাবৃষ্টিতে সাদা হয়ে যায়।

এদিকে আকস্মিক শিলাবৃষ্টিতে রবি শস্যের ক্ষেত ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছেন চাষীরা। এছাড়াও আম ও লিচুর মুকুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এই শিলাবৃষ্টিতে।  

পাঁচখোলা এলাকার কৃষক রাজ্জাক তায়ানী জানান, ভোরে বৃষ্টির সাথে প্রচুর পরিমাণ শিলা পরতে থাকে। বাড়ির উঠান ভরে যায় শিলায়।

ঘাসের উপর সাদা তুষারের মতো মনে হয়। এতে সরিষা ও পেয়াজসহ কিছু ফসলের ক্ষতি হবে।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জিএসএম গফুর জানান, শিলাবৃষ্টিতে কিছু কিছু ফসলের ক্ষতি হতে পারে। তবে যেসব ফসলের এই মুহূর্তে  পানি দরকার সেসব ফসলের উপকারও হবে।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল