বিনা ভিসায় বাংলাদেশে ২ বিদেশি, পরে পুশব্যাক

বিনা ভিসায় বাংলাদেশে ২ বিদেশি, পরে পুশব্যাক

অনলাইন ডেস্ক

বিনা ভিসায় বাংলাদেশে আসা দুইজন বিদেশি নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুশব্যাক করে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

তাদের একজন মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরেকজন আইভরি কোস্টের নাগরিক।  

বিদেশ থেকে আসা লোকজনের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা শনাক্ত হওয়ার পর ১৫ মার্চ অন এরাইভাল ভিসা সুবিধা স্থগিত করার ঘোষণা দেয় বাংলাদেশ। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা স্থগিত থাকবে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার ৩১ মার্চ পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ করেছে। এই দুই নাগরিক গতকাল দেশে এলেও তাদের কাছে কোনো ভিসা ছিল না। তাই তারা যে বিমানে এসেছে সেই বিমানেই তাদের ফেরত দেওয়া হয়েছে।

‌‘১৬ তারিখ দুপুর ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো যাত্রী বাংলাদেশে আসতে পারবে না।

সব দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বাতিল করা হয়েছে। করোনা আক্রান্ত কোনো দেশ থেকে বাংলাদেশি কেউ এলে সেল্ফ (নিজ উদ্যোগে) কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা এসব বিষয় বাস্তবায়ন করেছি। এসব বিষয়ে সব বিমানবন্দর ও এয়ারলাইনসকে নির্দেশনা দেওয়া হয়েছে। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর