নিষেধাজ্ঞার পর ১৮৭ যাত্রী নিয়ে লন্ডন গেল প্রথম ফ্লাইট

নিষেধাজ্ঞার পর ১৮৭ যাত্রী নিয়ে লন্ডন গেল প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় আবারও ঢাকা-লন্ডন ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

তিন মাস বন্ধের পর আজ রোববার (২১ জুন) ১৮৭ জন যাত্রী নিয়ে বেলা ১২টা ২ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। বিমানের ড্রিমলাইনার ৭৮৭-৯ মডেলের উড়োজাহাজ দিয়ে লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল ফ্লাইটটি বেলা ১২টা ২ মিনিটে ১৮৭ জন যাত্রী নিয়ে ছেড়ে গেছে।

করোনায় বন্ধ হওয়ার পর বিমানের প্রথম ফ্লাইট এটি।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল