রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি

রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, মানুষের ভোগান্তি

অনলাইন ডেস্ক

মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল রাত থেকেই রাজধানীসহ সারাদেশে দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি হচ্ছে। এতে করে রাজধানী বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। সুষ্টি হয়েছে জলাবদ্ধতার। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।

বিশেষ করে সকালে অফিসগামী মানুষরা পড়েছেন সবচেয়ে ভোগান্তিতে।

 সোমবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে সর্বোচ্চ বৃষ্টিপাত বেকর্ড করা হয়েছে রংপুরে ১৯৫ মিলিমিটার।

মুসলধারে এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীর ধানমন্ডি এলাকার সোবহানবাগ, কারওয়ানবাজার, গ্রিনরোড, মিরপুর, মোহাম্মদপুর,  শ্যামলী , রামপুরা, বাড্ডা, শান্তিনগর, মালিবাগ এলাকায় জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছে হাজারো মানুষ।

ভোগান্তি কাঁধে নিয়েই অফিসগামী এবং শ্রমজীবী বেড় হয়েছেন রাস্তায়। অনেককেই বৃষ্টিতে ভিজেই অফিসে যেতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ