হত্যার হুমকির অভিযোগে ডিপজলের বিরুদ্ধে জিডি

হত্যার হুমকির অভিযোগে ডিপজলের বিরুদ্ধে জিডি

অনলাইন ডেস্ক

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী। গত ২৭ জুলাই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় উপস্থিত হয়ে তিনি এই জিডি করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।

তিনি বলেন, ‘আমি জামাল পাটোয়ারীর নামই শুনি নাইক্কা। হত্যার হুমকি দিব কই থেইক্কা!’

এদিকে ওসি আলী হোসেন খান বলেন, ‘প্রযোজক সমিতির সদস্য জামাল পাটোয়ারী জিডি করে বলেছেন, ফোনে ডিপজল তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। জিডিতে তিনি ডিপজলের একটি মোবাইল নম্বর সংযুক্ত করে বলেছেন, ওই নম্বর থেকে তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকি দিয়ে বলা হয়েছে, আর কখনো বউ-বাচ্চার মুখ দেখতে পারবেন না পাটোয়ারী।

তবে এখনো আমরা ঘটনার সত্য-মিথ্যা কিছুই জানি না। সত্যতা যাচাইয়ে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমিও শুনেছি। প্রশাসন আছে, প্রশাসনই দেখবে ব্যাপারটা। থানা থেকে আমাকে ফোন করা হয়েছিল এ বিষয়ে জানতে। আমিও একটা পাল্টা কমপ্লেইন দিয়েছি। ‘কে এই জামাল পাটোয়ারী’, তার সুষ্ঠু তদন্ত করে প্রশাসন খুঁজে বের করবে, তাই বলে অভিযোগ দিয়েছি। যদি আমি অপরাধী হই, তাহলে আমার বিচার হবে। আর যদি সে অপরাধী হয়, তাহলে তার বিচার হবে। ’

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল