খুলনায় সেই চার যুবককে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

খুলনায় সেই চার যুবককে জেল গেটে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঠিকাদার ইউসুফ আলীর দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার চার যুবকের রিমান্ডের আবেদন নামঞ্জুর হয়েছে। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রিমান্ডের শুনানি শেষে তাদেরকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।

তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সাঈদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ওই চার যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

জানা যায়, ঠিকাদার শেখ ইউসুফ আলীর মেয়ের সাথে গ্রেপ্তার হওয়া চার যুবকের মধ্যে আবু সাঈদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুক্রবার সকালে সাঈদ ও তার তিন বন্ধু ওই বাড়িতে গেলে উত্তেজিত হয়ে ইউসুফ আলী তাদেরকে লক্ষ্য করে গুলি করেন। এর মধ্যে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের বাড়ির লামিয়া নামের এক স্কুলছাত্রীর পায়ে বিদ্ধ হয়। পরে চাঁদাবাজির অভিযোগে ঠিকাদার ইউসুফ আলী থানায় মামলা করলে পুলিশ সাঈদসহ তার তিন বন্ধুকে গ্রেপ্তাত করে।

তদন্ত কর্মকর্তা সাঈদুর রহমান জানান, জেলগেটে দুইদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। দুয়েকদিনের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর