লাদাখে চীন-ভারত উত্তেজনা চরমে

লাদাখে চীন-ভারত উত্তেজনা চরমে

নিজস্ব প্রতিবেদক

লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা আরও বাড়ছে। চীনা বাহিনীর ওপর নজরদারি চালানোর জন্য সীমান্তে বাড়ানো হচ্ছে ভারতীয় সেনা সদস্যদের সংখ্যা।

রোববার ভারত ও চীনের সামরিক কমান্ডাররা দ্বিতীয় দফায় আলোচনার জন্য বসেলেও তেমন সমাধান মিলেনি। গতকাল থেকেই দেশটির বিমানবাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমানকে কয়েক ঘণ্টা অন্তর লাদাখের আকাশে টহল দিতে দেখা গেছে ।

বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু সেনা সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে লাদাখ সীমান্তে।


আরও পড়ুন:

করোনায় আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন


অন্যদিকে সীমান্তের ওপারে থাকা  চীনের পিপলস লিবারেশন আর্মির ক্যাম্পের সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে  ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

এই রকম আরও টপিক