মসজিদে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

মসজিদে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বায়তুস সালাত মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল আদেশ দেবেন আদালত। জনস্বার্থে এই রিটটি দায়ের করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

এর আগে তৈমূর আলম খন্দকার হাইকোর্টে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের আদালতে ওই রিট আবেদন করেন।

আদালত আজ শুনানির দিন নির্ধারণ করেন।

গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছে। এছাড়া বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

 

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ


আরও পড়ুন:

অব্যবস্থাপনার বলি


 

সম্পর্কিত খবর