‘যুক্তরাজ্যে অবস্থানরত এ্যালামনাইরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ পাবে’

‘যুক্তরাজ্যে অবস্থানরত এ্যালামনাইরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ পাবে’

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাইদের মধ্যে মেধাবী শিক্ষক ও গবেষকদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন, উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান।

বিশ্ববিদ্যালয় ক্লাবের উদ্যোগে আয়োজিত শিক্ষা বিষয়ক এক ভিডিও বার্তায়, উপাচার্য বিদেশে অবস্থানরত এ্যালামনাইরা যেন তাদের মেধা ও দক্ষতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজে লাগাতে পারেন সে জন্য প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ে রিসার্চ প্রফেসর পদ সৃষ্টি করে তাদেরকে স্বাগত জানানো হবে। এ ধরণের কোলাবোরেশন বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন উপচার্য প্রফেসর আখতারুজ্জামান।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ