অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর

আসমা তুলি

কাশ্মীরের নাম শুনলে একদিকে যেমন পাক ভারতের বৈরীতার কথা মনে পড়ে, অন্যদিকে চোখের সামনে ভেসে উঠে অপরূপ রূপ-সৌন্দর্যে ঠাসা একটি ভূসর্গ। এমনকি শীতকালের তুষারের চাদরে মোড়া শুভ্র কাশ্মীরও মনকাড়ে সবার।

news24bd.tv

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক, এর সৌন্দর্য্য বিমোহিত হয়ে দেশি পর্যটকতো বটেই, বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্টরাও কাছ থেকে এই ভূসর্গের সৌন্দর্য্য উপভোগ করার ইচ্ছে লুকাতে পারেন না।

news24bd.tv

তাই জুন থেকে অক্টোবর পর্যন্ত কাশ্মীর ভ্রমণের সেরা সময় হলেও ডিসেম্বর থেকে পরবর্তী কয়েকমাস পর্যন্ত তুষার মোড়ানো শুভ্র কাশ্মীর দেখতেও পর্যটকদের ভীড় থাকে বেশ।


আরও পড়ুন: পাহাড়ঘেরা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চীনের প্রাচীর


news24bd.tv

পাহালগাম কাশ্মীরের খুবই সুন্দর একটি এলাকা। এখানে প্রচন্ড ঠান্ডা থাকলেও এই স্বর্গরাজ্যটির সৌন্দর্য্য মানুষকে বিমোহিত করে। যারাই এখানে বেড়াতে আসেন তারাই রফঢাকা কাশ্মীরের সৌন্দর্য্যে আমরা মুগ্ধ হন।

news24bd.tv

কাশ্মীরে প্রশান্তি আর নির্মলতার আরেক নাম পাহালগাম এলাকা।

সেখানে আরো উন্মত্ততা প্রকাশ করেন পর্যটকরা। তাই এই স্বরাজ্যের মজার অভিজ্ঞতাগুলো স্মৃতির পাতায় ধরে রাখতে, মূহুর্ত গুলিকে ক্যামেরা বন্দী করতে ভুল করেন না পর্যটকরা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ