জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

নিজস্ব প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় দিয়েই নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ওলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে গার্দিওলার শিষ্যরা।  

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে প্রথম ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ছিল সিটির।

ম্যাচের ১৮ মিনিটে ওলভারহ্যাম্পটনের ডি বক্সে ফাউলের শিকার হন ডি ব্রুইনা। স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এই বেলজিয়ান তারকা।


আরও পড়ুন: সারাদেশে আজও বৃষ্টির সম্ভাবনা


৩২ মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে বল পেয়ে লক্ষ্য ভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ফোডেন। ৭৮তম মিনিটে ব্যবধান কমান হিমেনেস।

সতীর্থের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন মেক্সিকোর এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে জেসুসের শট গোলরক্ষক ফেরালেও, ফিরতি বল জালে জড়িয়ে ম্যানসিটির ৩-১ গোলের জয় নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ফলে, নিজেদের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ফেলে গার্দিওলার শিষ্যরা।