মিন্নিসহ আসামিদের মৃত্যুদণ্ড চান রিফাতের বাবা-মা

ফাইল ফটো

মিন্নিসহ আসামিদের মৃত্যুদণ্ড চান রিফাতের বাবা-মা

অনলাইন ডেস্ক

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির সবার মৃত্যুদণ্ড চান রিফাতের বাবা-মা।

আজ বুধবার কিছুক্ষণ পরই রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় পড়া শুরু হবে। বরগুনার জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

আরও পড়ুন:


কিছুক্ষণের মধ্যেই রায়, কি হবে তা ভেবে উদ্বিগ্ন মিন্নি


মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছেন তার পরিবার ও আইনজীবীরা।

১৫ মাস আগের নৃশংসভাবে রিফাতকে কুপিয়ে হত্যার বহুল আলোচিত এ মামলায় পুলিশ যে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিল, তাদের মধ্যে ১০ জনের বিচার চলে জজ আদালতে। বাকি ১৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে বরগুনার শিশু আদালতে আলাদাভাবে।

 

news24bd.tv কামরুল