ট্রাম্পকে অক্সিজেন দেওয়া লাগছে না, দেওয়া হয়েছে রেমডিসিভির

ট্রাম্পকে অক্সিজেন দেওয়া লাগছে না, দেওয়া হয়েছে রেমডিসিভির

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হচ্ছে না বলে তার চিকিৎসক জানিয়েছেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর প্রথম দিনটি তিনি বেশ ভালো কাটিয়েছেন। এনবিসি নিউজ এই তথ্য জানিয়েছে।   

হোয়াইট হাউজের চিকিৎসক ডা. শেন কুনলে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ভালো বোধ করছেন।

বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তাঁর চিকিৎসার জন্য  রেমডিসিভির থেরাপি বেছে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।  


আরও পড়ুন: করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে মেলানিয়ার


রেমডিসিভির পরীক্ষামূলক ভাইরাস বিরোধী থেরাপি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম ডোজ গ্রহণ করেছেন এবং  এখন হাসপাতালে  আরামে বিশ্রাম নিচ্ছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক