ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা কিমের

ট্রাম্প দ্রুত সুস্থ হয়ে উঠবেন আশা কিমের

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর তার সুস্থতা কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

কোরিয়ান কেন্দ্রীয় সংবাদ সংস্থা (কেসিএনএ) জানায়, ট্রাম্প ও ফাস্টলেডি মেলানিয়ার প্রতি সহানুভূতি জানিয়েছেন কিম।

কিমের আন্তরিক প্রত্যাশা, মার্কিন প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তারা নিশ্চিতভাবে করোনাকে জয় করবেন।

তিনি তাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।


আরও পড়ুন: ভিডিও বার্তায় শারীরিক অবস্থা জানালেন ট্রাম্প


এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিওবার্তায় বলেন, আমি খুবই ভালো বোধ করছি। করোনা আক্রান্ত হওয়ার পর শুক্রবার তিনি প্রথমবারে মতো কোনো বার্তা দিলেন।


আরও পড়ুন: ট্রাম্পকে অক্সিজেন দেওয়া লাগছে না, দেওয়া হয়েছে রেমডিসিভির


করোনা আক্রান্ত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।

হোয়াইট হাউস বলছে, করোনা সংক্রমিত হওয়ায় কয়েকদিন হাসপাতালে কাটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। তার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করছেন চিকিৎসকেরা।

news24bd.tv সুরুজ আহমেদ

 

আরও পড়ুন:

করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে মেলানিয়ার

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

তবে কি বাইডেনও করোনা ঝুঁকিতে?

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

যে নারী থেকে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প

ট্রাম্প অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্ব নেবে কে ?

ট্রাম্পের করোনা আক্রান্তের খবরে বিশ্ব শেয়ারবাজারে ধস