বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সুনামগঞ্জের সেই নারী উদ্ধার

বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া সুনামগঞ্জের সেই নারী উদ্ধার

মো. বুরহান উদ্দিন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া নারীকে হবিগঞ্জের নবীগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, লিটন মিয়া (২৫), আকাই মিয়া (২৮), ইলিয়াছ মিয়া (২৭) ও আলম মিয়া (৩০)। তবে পলাতক রয়েছে মূল অভিযুক্ত শামীম আহমদ।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকা থেকে ওই মেয়েকে পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুসলেহ উদ্দিন আহমেদ।   

 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই নারীকে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার দিবাগত রাতে মেয়েটির বাবা আনোয়ার আলীকে (৬৫) আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে একই উপজেলার পাইলগাও ইউনিয়নের গুতগাও গ্রামের আংগুর মিয়ার ছেলে শামীম ও তার লোকজন।
 
নির্যাতিতা মেয়ের বাবা আনোয়ার আলী ও স্থানীয় লোকজন জানান, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামে এক ব্যক্তির বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করতো আনোয়ার আলীর মেয়ে।

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই বাসা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় শামীম। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি।  

সোমবার সন্ধ্যায় আনোয়ার আলী শামীমের কাছে মেয়ের বিষয়ে জানতে চাইলে শামীমের বাড়িতে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।  
 
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মেয়ের বাবার হাতে ও পিঠে পায়ে রডের আঘাতের চিহ্ন।


আরও পড়ুন: মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে পিটালো (ভিডিও)


নির্যাতনের কথা স্বীকার করে আনোয়ার আলী বলেন, আলীগঞ্জ এলাকার বাসা থেকে তাকে গুতগাও গ্রামের শামীম, লিটন, লিয়াকত ও আক্কাই সহ আরও দুইজন তাকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়েছে।  

তিনি বলেন, বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোন প্রতিকার পাননি। তার মেয়ে কোথায় আছে তিনি জানেন না।

পাইলগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. মখলুছ মিয়া বলেন, এ ঘটনার বিষয়টি তাকে কেউ জানায়নি।

জগন্নাথপুর থানার এস আই আরিফ রেজা বলেন, শামীম ও তার লোকজনদের ধরতে রাত থেকে অভিযান চালানো হয়েছে। তার বাড়ি ঘেরাও করে তাকে পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, এলাকায় শামীম একজন সন্ত্রাসী ও মাদকসেবী হিসেবে পরিচিত। সে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে তার নামে।

news24bd.tv সুরুজ আহমেদ