সেলফি তুলতে গিয়ে চাচার মৃত্য, ভাতিজা জেলে

প্রতীকী ছবি

সেলফি তুলতে গিয়ে চাচার মৃত্য, ভাতিজা জেলে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সেলফির জন্য একটা অন্য রকম স্টাইল চাই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলেই যাতে লাইকের ঝড় ওঠে। কিন্তু ‘সাহসী’ সেলফি তোলার সিদ্ধান্তই কাল হল তার। সেলফি তুলতে গিয়ে মৃত্যু হল ওই যুবকের।

কারাগারে গেল তার ভাতিজা।

এমনই এক কাণ্ড ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। পেশায় শিক্ষক এক ব্যক্তি সেলফি তুলতে গিয়েছিলেন গুলি ভর্তি বন্দুকের সঙ্গে। বন্দুকটি তার ভাতিজা ধরে রেখেছিলেন।

আচমকাই সেই বন্দুক থেকে গুলি চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।

জানা গেছে, ওই যুবকের বয়স ২৩ বছর। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। দিল্লিতে সারিতা বিহারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই আত্মীয়ের বাড়িতে গুলি ভর্তি পিস্তল দেখে সেলফি তুলতে যান ওই ব্যক্তি। সেলফি তোলার সময়ে বন্দুকটি তার ভাতিজার হাতে দেন। তার পরেই ঘটে এই কাণ্ড।

ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের ভাতিজাকেেআটক করা হয়েছে। ঘটনাটি নেহাতই দুর্ঘটনা না তার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

সম্পর্কিত খবর