আগাম ভোট ও জরিপে এগিয়ে বাইডেন

আগাম ভোট ও জরিপে এগিয়ে বাইডেন

আসমা তুলি

শেষ মুহুর্তের জরিপেও ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছে জো বাইডেন। এবারের নির্বাচনে পড়েছে রেকর্ড সংখ্যক আগাম ভোটও। ধারণা করা হচ্ছে, আরলি ভোটে বাইডেন-কামালার পক্ষেই রায় গেছে বেশি। তারওপর মহামারি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতাও বাইডেনের জয়ের পাল্লা ভারী করবে বলে মনে করা হচ্ছে।

 

তবুও যুক্তরাষ্ট্রে উদারপন্থী বা সমাজতান্ত্রিক মনোভাবের মানুষের এখনো অনেক ঘাটতি রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও একজন প্রার্থী টানা দুবার হোয়াইট হাউজের চাবি দেবার ইতিহাস রয়েছে মার্কিন রাজনীতিতে। সে হিসেবে ট্রাম্পের জয়ের সম্ভাবনাও প্রবল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন ইতিহাসে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন হবে প্রার্থীদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।

কারণ আভ্যন্তরীণ রাজনীতি, আন্তর্জাতিক পটপরিবর্তন, সেইসঙ্গে করোনামহামারির মারাত্মক প্রভাবের কারণে বদলে গেছে অনেক হিসেব নিকাশ।

শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সব জনমত জরিপেই ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। এমনকি রেকর্ড সংখ্যক আগাম ভোটে ডাকযোগে রায় পড়েছে বেশি। তাই ধারণা করা হচ্ছে, যেহেতু ট্রাম্প ভোট জাতিয়াতির শংকায় পোস্টাল ভোটের বিরোধী ছিলেন। সেহেতু বাইডেনের সমর্থকরাই ডাকযোগে রায় দিয়েছেন বেশি। তারওপর মহামারি মোকাবেলা ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা, মেয়াদের শেষ পর্যায়ে এসে বর্ণবাদের পক্ষে সরকারের ফিরিসতি রিপাবলিকানদের প্রতি মার্কিন ভোটারদের অনীহা সৃষ্টি করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য বৈধ বা অবৈধ অভিবাসী রয়েছে যারা কঠোর অভিবাসী নীতির কারণে ট্রাম্পের প্রতি নাখোশ। তাই জরিপের ফলাফলই নির্বাচনের চূড়ান্ত নির্বাচনে প্রতিফলিত হতে পারে বলে ধারণা অনেকের।

তবে ইতিহাস বলছে, ২০১৬-তে ৩০ লক্ষ ভোট বেশি পেয়েও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হয়েছিলেন সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। কারণ মার্কিন নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ও জটিল। যেখানে শুধুমাত্র জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না, ইলেকটোরাল কলেজ ভোটেরও বিরাট প্রভাব রয়েছে। যেমন নির্বাচনী জয়ী হতে হলে একজন প্রার্থীকে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে অবশ্যই ২৭০টি ভোট পেতেই হয়।   তাই ২০১৬ এর মতো এবারো কি ডোনাল্ড ট্রাম্পই নির্বাচিত হবেন? নাকি হিলারি ক্লিনটন যেটা পারেননি, ২০২০ এ ট্রাম্পকে পরাজিত ৭৭ বছর বয়সী বাইডেন হোয়াইট হাউজে যাবেন, তা দেখতে অপেক্ষা করতে হবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল পর্যন্ত।

news24bd.tv আহমেদ

আরও পড়ুন: 

মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর স্বাস্থ্যখাত

হোয়াইট হাউজ দখলের লড়াই আজ

কে এগিয়ে ট্রাম্প না বাইডেন?