পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রায়হানের স্বজনদের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রায়হানের স্বজনদের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

সিলেটে পুলিশ হেফাজতে নিহত রায়হানের স্বজনরা সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে.আব্দুল মোমেনের সাথে তার দপ্তরে সাক্ষাৎ করেছেন।

এ সময় তারা রায়হান হত্যা মামলার সবশেষ অবস্থা তুলে ধরেন। এ হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী এবং রায়হানের আত্মীয় ও সিলেট মহানগরের কাউন্সিলর মোকলেস রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ।

 এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী জাকির হোসেন উপস্থিত ছিলেন।


আরও পড়ুন : 

এসআই আকবরকে যেভাবে ধরলো খাসিয়ারা (ভিডিও)

ধরা পরার পর যেসব তথ্য দিল সেই এসআই আকবর


উল্লেখ্য, সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার প্রধান অভিযুক্ত এসআই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিন দুপুর দেড়টার দিকে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সিলেট জেলা পুলিশর সহকারী মিডিয়া কর্মকর্তা ও ডিবির পরিদর্শক সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বরখাস্ত এসআই আকবরকে ভারতীয় সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে সিলেট সদরে আনা হচ্ছে।

এদিকে গত ২১ অক্টোবর এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা করা ও তথ্য গোপনের অপরাধে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টু আইসি এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

news24bd.tv কামরুল