হুরহুর করে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে

হুরহুর করে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে

আমিনুল ইসলাম

পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। মাত্র ১২ লাখ জনসংখ্যার দেশে থাকি। প্রতিদিন ৩৫০ থেকে ৪৫০ মতো করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। তাপমাত্রা হিমাংকের নিচে নামছে আর হুরহুর করে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে! 

এরপরও সব কিছু খোলা আছে।

খানিক বাদে ক্লাস নিতে যাবো ইউনিভার্সিটি'তে। আমি সাধারণত সেই অর্থে কাউকে জিজ্ঞেস করি না- তোমরা কে, কোন দেশ থেকে এসছ? 

আরও পড়ুন:


‘ইসরাইলের সঙ্গে চুক্তি করেও নিরাপত্তা আসবে না’

অনশন করে স্ত্রীর স্বীকৃতি মিলল মেহেরিনের


গত ক্লাসে জিজ্ঞেস করেছিলাম। ২৮ জনের ক্লাসে জাপান, রাশিয়া, এস্তনিয়া, আমেরিকা, মরক্কো, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, চায়না, নাইজেরিয়া, ক্যামেরুন, ইংল্যান্ড, ভিয়েতনাম এবং ঘানা থেকে আসা ছাত্র-ছাত্রী আছে! এদের বয়েস বোধকরি ২০-৩০ এর মাঝে'ই হবে।  

ক্লাসের মাঝখানে কফি ব্রেকের সময় কিংবা ক্লাস শেষ হবার পর ছাত্র-ছাত্রী গুলো পারলে গায়ের উপর এসে প্রশ্ন জিজ্ঞেস করছে।

বলাও যাচ্ছে না- তোমরা না হয় কম বয়েসি। তোমাদের শিক্ষকের তো বয়েস হয়েছে। একটু দূরে গিয়ে দাঁড়াও।  

এদিকে ভাইরাস পরিস্থিতি খুব খারাপ হয়ে যাওয়াতে এই দেশের সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে আজ থেকে। এই খবর ছড়িয়ে পড়ার পর আরেক দল, যারা সব কিছুতেই "স্বাধীনতায়" বিশ্বাস করে; তারা ঘোষণা করেছে এর বিরুদ্ধে এই শুক্রবার ফ্রীডম স্কয়ারের সামনে মিছিল করবে! এটা নাকি মানুষের স্বাধীনতা বিরোধী! 

আর আমি কিনা ভাবছি কিভাবে আর কয়টা দিন ভাইরাসের হাত থেকে বেঁচে থাকা যায়। এই আমাকে'ই কিনা এখন গিয়ে পড়াতে হবে "স্বাধীনতা কিংবা ফ্রীডম আসলে কী! সমীকরণ গুলো বড্ড কঠিন হয়ে যাচ্ছে।

news24bd.tv কামরুল