দেশের চরমপন্থীদের নিয়ে সংকলন ‘জঙ্গিবাদের শেকড় সন্ধানে’

দেশের চরমপন্থীদের নিয়ে সংকলন ‘জঙ্গিবাদের শেকড় সন্ধানে’

অনলাইন ডেস্ক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চরমপন্থী সংগঠনগুলোর তৎপরতা নিয়ে ‘জঙ্গিবাদের শেকড় সন্ধানে’ নামে বই লিখেছেন জ্যেষ্ঠ সাংবাদিক আরিফুর রহমান দোলন।

এ বইয়ের লেখাগুলো বিভিন্ন সময় অনুসন্ধানী প্রতিবেদন আকারে ছাপা হয় পত্রপত্রিকায়। যা পাঠকমহলে সমাদৃত হয়েছিল।

আরিফুর রহমান দোলনের লেখা ‘জঙ্গিবাদের শেকড় সন্ধানে’ বইটিতে ঠাঁই পাওয়া অনুসন্ধানী প্রতিবেদনগুলো সে সময় ছিল ‘টক অব দ্য কান্ট্রি’।

একইভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চরমপন্থী সংগঠনগুলোর তৎপরতার বিষয়ে বিভিন্ন সময় তাঁর তথ্যানুসন্ধান ছিল দুঃসাহসিক কাজও।

কালের আকর সেই প্রতিবেদনগুলোই জায়গা পেয়েছে ‘জঙ্গিদের শেকড় সন্ধানে’ বইতে।

বইয়ের ভূমিকায় লেখক ও সাংবাদিক আরিফুর রহমান দোলন লিখেছেন, ‘জঙ্গিবাদের শেকড় সন্ধানে’ বইটি মূলত আমার পেশাগত, বিশেষ করে মাঠপর্যায়ের অনুসন্ধানী প্রতিবেদনের অংশবিশেষের সংকলন। বইটিতে প্রকাশিত বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন ইতিহাসেরই অংশ বলে বিভিন্ন সময় বিশ্লেষকরা মত দিয়েছেন।

বইটি জঙ্গিবাদ নিয়ে যারা গবেষণা করছেন অথবা গণমাধ্যমকর্মী, গণমাধ্যম বিষয়ে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকের কাজে এলে আমি কৃতার্থ হব। ’

লেখক বইটি উৎসর্গ করেছেন তাঁর সহধর্মিণী ডা. মাফরুহা রহমান ও যমজ কন্যা আলিশা রহমান ও আলায়না রহমানকে।

বইটি প্রকাশ করেছে এই সময় পাবলিকেশন্স। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে আঁকা বইটি মুদ্রিত হয়েছে প্রমি এন্টারপ্রাইজ থেকে। বইটি ২৪৮ পৃষ্ঠার । মূল্য ৬০০ টাকা মাত্র।

অনলাইনে বইটির পরিবেশক রকমারি ডটকম।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর