চাইলেন ক্ষমা, করলেন প্রতিজ্ঞা, তবুও শাস্তির মুখোমুখি মুশফিক

চাইলেন ক্ষমা, করলেন প্রতিজ্ঞা, তবুও শাস্তির মুখোমুখি মুশফিক

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গতকালের ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছিলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও প্রতিজ্ঞা করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। শাস্তির মুখোমুখি হতে হলো জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।

 

গতকাল বঙ্গবন্ধু ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের ওপর বল ছুঁড়ে মারতে গিয়েছিলেন মুশফিক। এ নিয়ে মিডিয়া আর সোশ্যাল সাইটে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ সকালে মুশফিক সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন হবে না বলেও প্রতিজ্ঞা করেন। নাসুমও এক বিবৃতিতে বিষয়টি নিয়ে আলোচনা থামাতে বলেছিলেন।

বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, মুশফিককে ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরেটি পয়েন্ট। বিসিবির কোড অব কনডাক্ট (২.৬) অনুযায়ী এটা একটা লেভেল ১ অপরাধ। গতকাল ম্যাচ শেষে দুই ফিল্ড আম্পায়ার গাজী সোহেল এবং মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মাসুদুল রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার মুহিদুজ্জামান স্বপন এই অভিযোগ আনেন। প্রমাণের ভিত্তিতে ম্যাচ রেফারি  রকিবুল হাসান মুশফিকের শাস্তি ঘোষণা করেন।


আরও পড়ুন:

সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফাইনাল না খেলে যুক্তরাষ্ট্রের উদ্দেশে সাকিব

'যুক্তরাষ্ট্র সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হলেই রাশিয়ার ঘাড়ে দোষ চাপায়'

বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত


মুশিকুর রহিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি। আর্টিকেল ৭.৫ অনুযায়ী, মুশফিক যদি এই টুর্নামেন্টে ৪টি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তিনি নিষিদ্ধ হতে পারেন। ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে ১ ম্যাচ নিষিদ্ধ হতে হবে মুশফিককে। এই ধরণের অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ম শাস্তি হলো সতর্ক করা আর সর্বোচ্চ শাস্তি ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তনের পাশাপাশি ১/২টি ডিমেরিট পয়েন্ট।

ক্ষমা চাইলেন মুশফিক

সতীর্থকে মাঠে মারতে গেলেন মুশফিক

news24bd.tv নাজিম