চিনি কল বন্ধের প্রতিবাদ

সাইফুল ইসলাম প্রিন্স

গাইবান্ধার রংপুর চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে নানা কর্মসুচী পালন করছে শ্রমিক- কর্মচারীরা। এ মিল বন্ধ হলে বেকার হয়ে পড়বে হাজার হাজার আখচাষি, শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা। পাঁচ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধ করে মিল চালুর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

 লোকসানের বোঝা কমাতে সরকারি ছয় চিনিকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।

এর মধ্যে গাইবান্ধার রংপুর চিনিকলও রয়েছে। এই মিলকে কেন্দ্র করে ৫ থেকে ৬ হাজার হেক্টর জমিতে আখ চাষ করে আসছে এখানাকার  কৃষকরা। হঠাৎ করে এই মিলে আখ মাড়াই ও বন্ধ করা হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে আখচাষীরা।
 


'আওয়ামী লীগের ছেলের সঙ্গে বিএনপির মেয়ের বিয়ে চিন্তাই করা যায় না'

আল্লামা শফীকে হত্যার অভিযোগ, মামুনুলসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

মুম্বাইয়ের ফ্ল্যাটে বাংলাদেশি তরুণীর পচাগলা লাশ উদ্ধার


সরকারি এ সিদ্বান্তের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভসহ নানা কর্মসুচী পালন করছে  শ্রমিক কর্মচারীরা। তারা জানান, এ চিনিকল বন্ধ হলে বেকার হতে হবে হাজার হাজার মানুষকে। পাঁচ মাসের বকেয়া বেতনভাতা পরিশোধ করে মিল চালুর দাবিও তাদের।

তবে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল কবীর বলেছেন মিল এখনো পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। এ বছর শুধু  আখ মাড়াই বন্ধ রাখা হয়েছে।  ১৯৫৪ সালে রংপুর জেলার গাইবান্ধা মহুকুমার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে প্রতিষ্টা  করা হয় রংপুর চিনিকল।

news24bd.tv কামরুল