ইন্টারনেট গ্রাহক কমেছে ৬ লাখ, বিপাকে অপারেটররা

ইন্টারনেট গ্রাহক কমেছে ৬ লাখ, বিপাকে অপারেটররা

অনলাইন ডেস্ক

আবারো ইন্টারনেট গ্রাহক হারাচ্ছে মুঠোফোন অপারেটররা। সূত্র জানায়, দুই মাস আগেও দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১১ কোটি ১১ লাখ। নভেম্বর মাস শেষে দেশে মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি পাঁচ লাখে।

বৃহস্পতিবার (১৭ই ডিসেম্বর) বিটিআরসির সর্বশেষ প্রকাশিত তথ্য এটি।

অর্থাৎ গত দুই মাসে ধারাবাহিকভাবে মুঠোফোনে ইন্টারনেট গ্রাহক কমেছে ৬ লাখ। তবে অপরিবর্তিত রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা।  

বর্তমানে দেশে ব্রডব্যান্ড ৮৬ লাখ। ইন্টারনেট গ্রাহক কমলেও নভেম্বর মাসে বেড়েছে মুঠোফোন সংযোগ ব্যবহারকারী।

 

বর্তমানে দেশে মুঠোফোন সংযোগ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৮৩ লাখে। অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে মুঠোফোন সংযোগ ব্যবহারকারী বেড়েছে ৩ লাখ।

আরও পড়ুন: আন্দোলনে সংহতি জানিয়ে আত্মহত্যা

বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৭ কোটি ৮১ লাখ; রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ছয় লাখ ; বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৫০ লাখ; এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৪৬ লাখ।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর