পি কে হালদারের পরোয়ানা ইন্টারপোলে

প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার)

পি কে হালদারের পরোয়ানা ইন্টারপোলে

নিজস্ব প্রতিবেদক

প্রায় তিন হাজার কোটি টাকা পাচার করার অভিযোগ নিয়ে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

আজ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

খুরশীদ আলম খান বলেন, শুনানির সময় আদালত বলেছেন, আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। দিনটা খুব ভাল দিন।

তবে দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে।


কোনাবাড়িতে অগ্নিকাণ্ডে ৩৪টি কক্ষ পুড়ে ছাই

ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতাকে বহিষ্কার

যে কারণে বিয়ের কয়েক ঘন্টা পরেই বিচ্ছেদ!

এবার কে হবেন হেফাজত মহাসচিব! আলোচনায় মামুনুলও

দুর্গম পাহাড় থেকে যেভাবে উদ্ধার হল ৪ যুবক


তিনি আরও বলেন, পি কে হালদারকে ফেরানোর বিষয়ে রুল জারির পর তার বিরুদ্ধে অর্থপাচারের বিষয়ে আমার কাছে আরও কিছু তথ্য এসেছে। তথ্যে জানতে পেরেছি, তিনি অবিবাহিত। অবিবাহিত থাকার সুবাদে পাচারের কোটি কোটি টাকা পি কে হালদার তার কিছু গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে পাঠিয়েছেন।

এর সংখ্যা ৭০ থেকে ৮০ জন হতে পারে। এগুলো দুদকের তদন্ত কর্মকর্তাকে দেবো অনুসন্ধানের জন্য।

news24bd.tv নাজিম