আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

আরো একটি সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেন

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আরো একটি কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনের মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের আকাশে চক্কর দেয়ার সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ির বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সোমবার সৌদি আরবের সিএইচ-৪ মডেলের ওই ড্রোনটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়। তবে ড্রোনটি ভূপাতিত করার জন্য কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করা হয় নি।

জেনারেল সারিয়ি জানান, সৌদি আরবের ওই ড্রোনটি ইয়েমেনের আকাশে শত্রুতামূলক মিশনে ছিল।


আরও পড়ুন: টিএসসি ভবন ভাঙা নিয়ে বিতর্ক, তাহলে সিদ্ধান্ত কি?


১,৩৫০ কিলোগ্রাম ওজনের ড্রোনটি সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এবং একটানা ৩০ থেকে ৪০ ঘণ্টা উড়তে পারে। ড্রোনের প্রতিটি ডানা ১৮ মিটার লম্বা। এই ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং ২৫০ থেকে ৩৪৫ কিলোগ্রাম পর্যন্ত বোমা বহন করতে পারে।

যুদ্ধক্ষেত্রে যে সমস্ত ড্রোন ব্যবহার করা হয় তার মধ্যে এটি হচ্ছে অন্যতম শক্তিশালী ড্রোন যা পাঁচ থেকে সাত হাজার মিটার উচ্চতায় উড়তে পারে। এ কারণে বেশিরভাগ বিমান বিধ্বংসী কামানের পক্ষে এই ড্রোন ধ্বংস করা সম্ভব নয়।

news24bd.tv আহমেদ