গাজীপুরে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যা হলো

গাজীপুরে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়ে যা হলো

Other

গাজীপুরের কাপসিয়ায় একটি তিনতলা মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ২৬ জন নারী। ইউরোপ আমেরিকা প্রবাসি ও দেশের মিলে ২৬ নারী গাজীপুরে কাপাসিয়ার দক্ষিণ চাঁদপুর এলাকায় চার বছর আগে মসজিদ নির্মাণের এই উদ্যোগ নেন বলে জানান। তবে মসজিদ নির্মাণে পুলিশ বাধা দিচেছ বলে তারা অভিযোগ করেছেন।  

স্থানীয় জনৈক মোশাররফ অভিযোগ করেছেন, তাদের ব্যক্তি মালিকানাধীণ জমি জবর দখল করে মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন নারীরা।

এই জমি তাদের এবং এখানে মসজিদ নির্মাণের বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা আছে।  
বুধবার দুপুরে কাপাসিয়া থানা পুলিশ মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছে, ওই জায়গায় মসজিদ নির্মাণ কাজে  আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।  

ওয়াশিংটনে কারফিউ আরো ১৪ দিন

বস্তা প্রতি ৩০০ টাকা কমেছে চালের দাম

এই বয়সে দলবেধে ধর্ষণের চিন্তা কেন?

স্থানীয় কেউ কে্উ বলছেন জমিটি মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করা সম্পত্তি।

মোশাররফ বলছেন, তাদের দাবীর কোনো ভিত্তি নেই। জমি হাতিয়ে নিতে এসব কথা বলা হচ্ছে। বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। নিষেধাজ্ঞাও আছে।  
এ বিষয়ে কথা বলতে রাজি হননি কাপাসিয়া থানা পুলিশের কেউ। তবে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ঘটনা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv নাজিম