ভ্রমনের জন্য 'হেলথ পাসপোর্ট' গুরুত্বপূর্ণ নয়: সৌদি সরকার

ভ্রমনের জন্য 'হেলথ পাসপোর্ট' গুরুত্বপূর্ণ নয়: সৌদি সরকার

অনলাইন ডেস্ক

কোভিড-১৯ প্রতিরোধে টিকা গ্রহণকারীদের জন্য ডিজিটাল ‘হেলথ পাসপোর্ট’ চালু করছে সৌদি আরব। তবে এটি ভ্রমনের জন্য পূর্বশর্ত নয়।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তাওয়াক্কালনা অ্যাপের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে জানানো হয়, "বর্তমানে ভ্রমণের জন্য স্বাস্থ্য পাসপোর্টের দরকার নেই। তবে কিছু দেশ ভবিষ্যতে ভ্যাকসিন গ্রহণের প্রয়োজনীয়তা আরোপ করতে পারে"

এদিকে, শুক্রবার জনপ্রিয় সৌদি গায়ক মোহাম্মদ আবদু জেদ্দায় কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা গ্রহন করেছেন।

 এবং সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব শট করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "প্রতিটি অসুস্থতার জন্য চিকিত্সা রয়েছে। আল্লাহ আমাদের এ নেয়ামত দান করেছেন, সুতরাং আমাদের তা গ্রহণ করা উচিত। "


এক বছরে সোনার দাম বেড়েছে ১৪ বার

ক্যাপিটল হিলের বিক্ষোভে ভারতের পতাকা! টুইটারে বিস্ময়


শুক্রবার পর্যন্ত রাজ্যটিতে ভ্যাকসিনের ১ লাখ ৩৭ হাজার ৮৬২টি ডোজ দেওয়া হয়েছে।

এদিকে মোট ৯৭টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। এখন পর্যন্ত সৌদিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৫৮২। সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় জানায়, নতুন আক্রান্তের মধ্যে ১৯টি রিয়াদে, ছয়টি মক্কায় এবং তিনটি মদিনায়।

news24bd.tv / nakib